• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মতিঝিলে লিফটে আটকেপড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২২, ১২:০৫
Rescued a bank official trapped in an elevator in Motijheel
ফাইল ছবি

রাজধানীর দিলকুশায় মতিঝিল বোরাক সেন্টারে লিফটে আটকেপড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার করা ওই নারীর নাম ইলোরা পাল (৩৯)। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। আজ রোববার (২০ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করা হয়।

জানানো হয়, আজ সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি দ্রুত সময়ে নিরাপদে উদ্ধার করে লিফটে আটকেপড়া ইলোরা পালকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
X
Fresh