• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেরুল বাড্ডার আগুন নির্বাপিত

আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২২, ২০:৪৮
Merul Baddar fire extinguished
ফাইল ছবি

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশে চায়না ডরমিটরি নামের নির্মাণাধীন ভবনের আগুন নির্বাপন করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৬ মার্চ) রাত ৮ টা ২০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, মেরুল বাড্ডায় চায়না ডরমিটরি নামের একটি ভবনে আগুন লেগেছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বারিধারা ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময়ে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছিলো।

জানা গেছে, ওই আবাসস্থানে প্রকল্প এলাকার ভিতরে নির্মাণ দায়িত্বে থাকা চায়না প্রকৌশলীরা থাকেন। আগুন লাগার পরপরই প্রকল্পের কর্মচারীসহ আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
X
Fresh