• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুলশানে ভবনের আগুনে দগ্ধ অন্তত ৭

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২১, ১৫:৫৪
At least 7 people were burnt in the fire in Gulshan
গুলশানের যে ভবনটিতে আগুন লাগে

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার পিংক সিটি শপিং মল সংলগ্ন ছয়তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, আজ বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে ১০৩ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। পরে তারা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুজ্জামান আরও বলেন, ঘটনাস্থল থেকে ৭ জনকে হাসপাতালে পাঠান হয়েছে। আমারা কাজ করছি। কীভাবে আগুন লেগেছে, সেটি জানার চেষ্টা করছি। ১০৩ নম্বর সড়কের ৩৮/এ হোল্ডিংয়ে ওই ভবনের নাম দক্ষিণায়ণ। নিচ তলার পুরোটাজুড়ে গাড়ি রাখার জায়গা, উপরের পাঁচটি ফ্লোরে সব মিলিয়ে ১০টি ইউনিট রয়েছে।

ভবনের একজন নিরাপত্তাকর্মী জানান, দোতলার এক ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের প্রায় সবগুলো কক্ষই আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে তৃতীয় ও চতুর্থ তলার একটি করে ইউনিটেও। ষষ্ঠ তলার বাসিন্দা এক নারী জানান, আগুন লাগার পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের নিয়ে তিনি দ্রুত নেমে সড়কে চলে যান।

কেএফ/এসকে

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh