• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভবনের দেয়াল প্লাস্টারের সময়ে নিচে পড়ে শ্রমিক নিহত

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১৫:৩০
Workers were killed when the walls of the building fell down during the plastering
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে একটি ১২ তলা ভবনের দেয়াল প্লাস্টারের সময়ে নিচে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকের নাম মনিরুল ইসলাম (৬০)।
আজ সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মনিরুলের সহকর্মী তহুরুল ইসলাম জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের আড়ং শোরুমের ১২ তলা ভবনে রিপেয়ারিংয়ের কাজ করছিলেন। ভবনের ষষ্ঠ তলার বাইরে মাচান বেঁধে দেয়াল প্লাস্টারের কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান মনিরুল।
মনিরুলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মনিরুল মিরপুর ১২ নম্বর সেকশনেই থাকতেন, এর বেশি কোনো তথ্য দিতে পারেনি তার সহকর্মীরা।
কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
X
Fresh