• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সূত্রাপুরে হেলে পড়েছে ৬ তলা ভবন

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২১, ২১:৩৬
A 6-storey building has collapsed in Sutrapur
ফাইল ছবি

পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কুলুটোলার হেলে পড়া ভবনটি তনুগঞ্জ লেনের-৪৭/২ ‘হাজী বাড়ী’ নাম পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছ- ভবনটি সামান্য হেলে পড়েছে। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসারও গিয়েছেন। স্থানীয়রা ভবনটি হেলে পড়ার বিষয়টি টেয় পায় আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৫ টা ১৯ মিনিটের দিকে। পরে তারা আমাদেরকে খবর দেয়।

কামরুল হাসান আরও জানান, ভবন হেলে পড়ার খবর পেয়ে সেখান থেকে আটকে পড়া একজন প্যারালাইজড রোগীকেও উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম বাবুল রায় রতন। ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এছাড়া রাজউকের চেয়ারম্যান এবং ঢাকার জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন থেকে ভবনটির সিলগালা করে দেয়া হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারেনি ফায়ার সার্ভিস
ডেমরায় ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক : ফায়ার সার্ভিসের ডিজি
X
Fresh