• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ১২:২৫
Child burnt to death in gas cylinder fire in South Keraniganj
ফাইল ছবি

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রিভারভিউয়ের বীরভাগইর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ৩ বছর বয়সী শিশু রোজা মারা গেছে। রোববার (১৮ জুলাই) রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধরা আমাদের এখানে চিকিৎসাধীন। ঘটনার দিন শিশু রোজাকে আইসিইউতে পাঠানো হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া রোজার বাবা রাজু আহমেদের ৩০ শতাংশ, বোন জান্নাতের ২৬ শতাংশ ও রোজার ফুফু শারমিনের ১০ শতাংশ এবং রোজার চাচা হাবিবুর রহমান ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন আছেন।

রোজার দাদা মোতালেব মিয়া জানান, আমার নাতি রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অনেক কষ্ট পেয়ে মারা গেল সে। তার বোনের অবস্থায়ও ভালো না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে আনেন রাজু আহমেদ। পরে রান্নাঘরে চুলায় সংযোগ দেন। এক পর্যায়ে গ্যাস বের হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালালে ফুলকি দিয়ে রান্নাঘরসহ পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে রাজুসহ তার ২ মেয়ে, বোন ও চাচাত ভাই দগ্ধ হন। রাত ১০টায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২ 
৯৯৯ এ ফোন পেয়ে নাগরদোলায় আটকে থাকা ১০ শিশু উদ্ধার
যে অস্ত্রোপচারে বিফল ভারত, তাই করে দেখিয়েছে বাংলাদেশ 
X
Fresh