• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কামরাঙ্গিরচরে ব্যাটারি চার্জার বি'স্ফোরণে একই পরিবারের দ'গ্ধ ৫

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২১, ০৯:২৫
The same family was burnt in the explosion of the battery charger in Kamrangirchar
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর আহসানবাগ সিলেটিবাজার এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), ইয়াছমিন আক্তার ময়না (৩৫), আয়েশা (৬), মায়শা (১০) ও আবুল খায়ের রায়হান (২৫)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধ মতিনের শরীরের ৯২শতাংশ, ময়নার ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রায়হান জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। তাদের বাসা কামরাঙ্গিরচর এলাকাতেই। গত রাতে সে ওই বাসাতে মায়ের কাছে ছিল। রাতে আলাদা রুমে ঘুমিয়েছিল। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারদিকে আগুন দেখতে পায়। রুমের দরজাও ভাঙা অবস্থায় পরে থাকতে দেখে। পরে তারা দৌড়ে বাসায় বাইরে চলে যায়। এর আগেই তাদের শরীর পুড়ে যায়।

রায়হান আরও জানান, তার দুলাভাই মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করত। অটোরিকশাটি বাসার বাইরে রেখে চার্জার রুমের ভিতরে বিদ্যুতের সঙ্গে সংযোগ করতো। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধে ঘটনা ঘটেছে। তবে এর আগে কখনও ওই বাসায় এরকম ঘটনা ঘটেনি।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh