• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ০৮:০৫
1 killed in private car-pickup van collision in the capital
ফাইল ছবি

রাজধানীর বনানী রেলস্টেশন সংলগ্ন সড়কে একটি মিনি পিকআপভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল মোল্লা (৪১)। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (১২ জুন) দিনগত রাত আনুমানিক ২ টার দিকে বনানী রেলস্টেশন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছে। তারা গুরুতর নয়। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মীর মো. মাহফুজুর রহমান জানান, ঘটনার সময় ২ টি যানবাহন বিমানবন্দরগামী ছিল। একটি মিনি পিকআপভ্যানে ১৫ জন যাত্রী ছিল। পিকআপভ্যানকে পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালকসহ পেছনে থাকা কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে আব্দুল জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত পিকআপ চালক ছিলেন। এ দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, বিস্তারিত এখনও জানা যায়নি। এছাড়া প্রাইভেটকারের যাত্রীরা কোথায় আছেন সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। তবে, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh