• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১১:০৩
CNG driver killed in bus crash in the capital
রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু

রাজধানীতে লকডাউনের তৃতীয় দিনে গণপরিবহন চালুর সকালেই বাসের ধাক্কায় এক সিএনজিচালক মারা গেছেন। নীলক্ষেত ক্রসিং থেকে আজিমপুর যাওয়ার পথে আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা। তার বাড়ি কুমিল্লায়।

লকডাউনের কারণে টানা দুই দিন গণপরিবহন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবার চালু হয়েছে। গণপরিবহন চালুর সকালেই বাসের ধাক্কায় মারা যান এই সিএনজিচালক। নীলক্ষেত ক্রসিং থেকে আজিমপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিউমার্কেট থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, ‘ভোরে ঠিকানা পরিবহনের একটি বাস নীলক্ষেত ক্রসিং থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল। একই পথে ৪০ বছর বয়সী এক সিএনজিচালক সিএনজি নিয়ে যাচ্ছিলেন। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে জেনেছি, যাওয়ার পথে বাসটি পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। সিএনজিচালক গুরুতর আঘাতপ্রাপ্ত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh