• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঢামেক কোভিড আইসিইউতে আগুন: স্থানান্তরের পর ৩ রোগীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২১, ১০:৫৪
Three patients died after being transferred to the ICU of the DMCH Corona Unit
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুন লাগার ঘটনায় রোগীদের স্থানান্তরের পর ৩ রোগী মারা গেছেন বলে জানা গেছে। আজ বুধবার (১৭ মার্চ) সকাল ৮ টায় নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

এখন পর্যন্ত মারা যাওয়া ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৭৫)। আব্দুল্লাহ আল মাহমুদ ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আইসিইউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সাথে সাথেই আইসিইউতে থাকা যত রোগী ছিলো সবাইকে সরিয়ে ফেলা হয়েছিলো।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মকর্তা জিয়া রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা দু’জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
X
Fresh