• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডিউটি পরবর্তী নামাজ শেষে সড়কে প্রাণ গেলো পুলিশের

আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ০৯:৩৩
Police died on the road after prayers after duty
সড়ক দুর্ঘটনাস্থল

সারা রাত সাভারের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ডিউটিতে ছিলেন শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোনায়েম। পরে ভোরে নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন ৬০ বছর বয়সী এই পুলিশ সদস্য। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনাটি ঘটে, আজ রোববার (০৭ মার্চ) সকালে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক জানান, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।

আরও পড়ুন :

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh