• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সারা বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০২০, ১১:২২
Corona deaths have exceeded 4.5 million worldwide
ফাইল ছবি

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। এছাড়া এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ২৬৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার জন, আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এখন হয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার জন। আর মৃতের সংখ্যাতেও দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ৪৭ হাজার ৭৪৮ জন মানুষ।

এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। সেখানে ৫ লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। তবে মৃতের সংখ্যা তুলনামূলক কম। দেশটিতে ৭ হাজার ৬৫০ জন করোনায় মারা গেছেন। মৃতের সংখ্যায় ১৩ তম রাশিয়া।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্তের দেশ ভারতে। দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটি অষ্টম। সেখানে ১২ হাজার ২৩৭ জন করোনায় মারা গেছেন।

এদিকে বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের ১০৩তম দিন বৃহস্পতিবার আক্রান্তের তালিকায় বিশ্বে ১৭ নম্বর স্থান দখল করেছে বাংলাদেশ। গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়। গত ১৬ দিনে ৪৯ হাজার ৮৪৭ লোক সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh