• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দূষিত বাতাসে শীর্ষে ভারত, দ্বিতীয় ঢাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩০

বিশ্বের সবচে’ বেশি দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি। জানালো ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৭’ শীর্ষক একটি প্রতিবেদন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘হেলথ ইফেক্টেস ইনস্টিটিউট’ এবং ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন’র উদ্যোগে প্রতিবেদনটি পরিচালিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, এ তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি ও চীনের রাজধানী বেইজিং।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহের জন্য সবচে’ ক্ষতিকর উপাদান পিএম ২.৫ বেইজিং বেশি নির্গত করলেও, গেলো ২ বছরে চীনকে ছাড়িয়ে গেছে নয়াদিল্লি। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিভিন্ন শহরে বাতাসের দূষণ পরিমাণ করেন গবেষকরা।

এতে আরো বলা হয়েছে, ভারত ও বাংলাদেশে দূষিত বাতাসের পরিমাণ সবচে’ বেশি। তবে বাংলাদেশ সবচে’ বেশি ঝুঁকিতে রয়েছে। দূষিত বাতাসের কারণে বাংলাদেশে বছরে মারা যায় ১ লাখ সাড়ে ২২ হাজার মানুষ। দূষণকারী অন্যান্য পদার্থের উপস্থিতির সামগ্রিক চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে।

সবচে’ কম দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে জাপানের রাজধানী টোকিও।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh