• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত ব্যক্তির গোসল-জানাজা-দাফনে করণীয়

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মার্চ ২০২০, ২২:০০
করোনায় মৃত ব্যক্তির  গোসল-জানাজা-দাফনে করণীয়

প্রাণঘাতী করোনাভাইরাস বর্তমানে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। এরইমধ্যে বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। এই ভাইরাসে আক্রান্ত হয়েও বাংলাদেশে এপর্যন্ত দুইজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। একজনের ৭০ ও অন্যজনের ৮০ বছর বয়স। ইতোমধ্যে মিরপুরে একটি আবাসিক ভবনকে লকডাউন করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসে মৃতদের গোসল, জানাজা ও দাফনে অংশ নেয়া ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যববস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর একেএম শাকিল নেওয়াজ। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যান্য দুর্যোগের তুলনায় করোনা আলাদা হওয়ায় সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, গোসল-জানাজা-দাফনে যারা অংশগ্রহণ করবে তাদের নিরাপত্তামূলক পোশাক পরে অংশ নেয়া উচিৎ। কারণ মৃত ব্যক্তি কিন্তু অলরেডি করোনা ভাইরাসের হটস্পট। যারাই যাবেন, নিরাপত্তামূলক পোশাক পরতে হবে এবং আসার সময় সেই পোশাক নষ্ট করে দিয়ে তাদের বেরিয়ে আসতে হবে। নয়তো ওই ড্রেসগুলোর ভেতর ভাইরাস থাকার সম্ভাবনা থাকে।

এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh