• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ Gmail!

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৯

২০১৭ সালের শেষের দিকে কিছু ক্রোম ব্রাউজারে Gmail পরিসেবা বন্ধ করা হবে বলে ঘোষণা দিলো টেক জায়ান্ট গুগল। গুগলের একটি ব্লগ পোস্ট অনুসারে, গুগল ক্রোমের ৫৩ অথবা এর নিচের ভার্সনগুলোতে Gmail পরিসেবা বন্ধ থাকবে। আর এসব ভার্সনে Gmail বন্ধের প্রক্রিয়া শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে।

গুগলের মতে, জরুরিভিত্তিতে উইন্ডোজ এক্সপি (Windows XP) অথবা উইন্ডোজ ভিসতা (Windows Vista) ব্যবহারকারীদের জন্য চিন্তার বিষয় হলো ক্রোম ব্রাউজারে তারা ইমেইলিং ফিচারটি আর ব্যবহার করতে পারবেন না।

গুগল জানিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি ও ভিসতার জন্য অপারেটিং সিস্টেম পরিসেবা বন্ধ করে দেয়ায় ক্রোম ব্রাউজারের ৫৩'র নিচের ভার্সনগুলোতে Gmail খোলা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। এর মানে হলো আপনি যদি এখনো ক্রোম ৫৩ বা এর নিচের ভার্সনগুলো ব্যবহার করেন, তবে এই ঝুঁকির জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে।

গুগল আরো জানিয়েছে, চলতি বছর এ ২টি ভার্সনে Gmail পরিসেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো HTML ভার্সনে। অন্যান্য ব্রাউজারের মাধ্যমেও Gmail অ্যাকাউন্ট চলবে। তবে তা বেশ ঝুঁকিপূর্ণ হবে।

এ ব্যাপারে গুগলের পরামর্শ, যতো তাড়াতাড়ি সম্ভব নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন।

কে/এফএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh