• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক নিয়ে আসছে টিভি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২২

শিগগিরই অ্যাপল টিভির মতো একটি ভিডিও অ্যাপ তৈরি করবে ফেসবুক। যা টেলিভিশনের মতোই মানসম্পন্ন হবে। এরফলে টেলিভিশনের জায়গাও দখল করতে যাচ্ছে ফেসবুক, এমনটাই মনে করছেন প্রযুক্তিবিদরা।

গেলো বছর ফেসবুক লাইভ ভিডিও সংযুক্ত করে। এখন তা সবার কাছেই বেশ জনপ্রিয়। অ্যাপটি চালুর আগেই ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে কনটেন্ট (আধেয়) তৈরির জন্য বিভিন্ন স্টুডিওর সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে।

অ্যাপটির লক্ষ্য দীর্ঘস্থায়ী এবং এর মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বিজ্ঞাপনের একটি নতুন প্ল্যাটফর্ম হবে এই অ্যাপ। এ ছাড়া কোম্পানিকে নতুন বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে সাহায্য করবে অ্যাপটি।

টিভির অ্যাপটি কবে চালু হতে যাচ্ছে তা পরিষ্কার নয়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গেলো গ্রীষ্মে যখন ফেসবুক নতুন ভিডিও যুক্ত করে, তখন থেকেই এই অ্যাপের কাজ শুরু হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh