• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেখভালের অভাবে অকেজো পন্ড স্যান্ড ফিল্টার

মুক্তা মাহমুদ

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩

উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির জন্য ‘পন্ড স্যান্ড ফিল্টার’ বা পিএসএফ পদ্ধতিতে পুকুরের পানি শোধন করে ব্যবহার উপযোগী করা হয়। সুপেয় পানির জন্য ওই অঞ্চলে এটিই সবচে’কার্যকর পদ্ধতি।

শ্যালো টিউবয়েল যেখানে অকার্যকর, ভরসা সেখানে পুকুরের পানি। সেই পানি ব্যবহার উপযোগী করতেই সরকারি-বেসরকারিভাবে বাগেরহাটের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ‘পন্ড স্যান্ড ফিল্টার’।

নয়টি উপজেলার জন্য পিএসএফ রয়েছে দুই হাজার ৭শ’ ৫৬টি। এখন পানি উৎপাদনে সক্ষম কেবল, দু’হাজার একশটি।

এসব ফিল্টার দিয়ে সুপেয় পানি শোধন না করতে পারায় সংকট আরো তীব্র হয়েছে।

যথাযথ সংরক্ষণ ও তদারকির অভাবে সরকারি-বেসরকারিভাবে তৈরি অনেক পিএসএফ এখন অকার্যকর হয়ে পড়ে আছে। ফলে সাধারণ মানুষ আছে পানির তীব্র সংকটে।

বাগেরহাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শামীম আহমেদ জানান, মেরামতের খরচ বেশি, তারপরও ফিল্টারগুলো মেরামতের বা নতুন বসানো চিন্তা রয়েছে।

লাখ লাখ টাকা খরচ করে পানি শোধনের জন্য বসানো ফিল্টার নষ্ট হচ্ছে কেবল রক্ষণাবেক্ষণের অভাবে। এতে যেমন টাকার অপচয় হচ্ছে, তেমনি উপকূলীয় এলাকার মানুষের পানি কষ্ট দূর হচ্ছে না। তাই সমসা সমাধানে কিছু কিছু ফিল্টার মেরামতের দাবি এলাকাবাসীর।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh