• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সানির বিরুদ্ধে তৃতীয় মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৪

জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানি ও তার মা’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন কথিত স্ত্রী নাসরিন আকতার। এটি সানির বিরুদ্ধে তৃতীয় মামলা।

বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন নাসরিন।

গেলো ৫ জানুয়ারি ওই তরুণী তথ্যপ্রযুক্তি আইনে সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে ২২ জানুয়ারি সকালে আমিনবাজার নিজ বাসা থেকে এ ক্রিকেটারকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর পর ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন নাসরিন।পরে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় একদিনের রিমান্ডেও নেয়া হয় সানিকে।

বাদির আইনজীবী মো. কামাল উদ্দিন জানান, সানির সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকেছেন।

নাসরিনের অভিযোগ, সানির পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ায় তাকে ঘরে তোলা হয়নি। ২০ লাখ টাকা যৌতুক হিসেবে পেলে তাকে ঘরে তোলা হবে বলে জানান সানি।

জাতীয় দলের বাঁহাতি স্পিনার সানির অভিষেক হয় ২০১৪ সালে। দেশের হয়ে সবশেষ তিনি খেলেছেন গেলো বছর টি-২০ বিশ্বকাপে। তার আগে ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন
কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা
মা হচ্ছেন গায়িকা লিজা
রাজশাহীতে সানি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh