• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের বসন্ত উৎসব ১৬ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭
নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসন্ত উৎসব

বাঙালি জাতি উৎসবমুখর জাতি। হরেক রকম উৎসবের মধ্যে বসন্ত উৎসব বাঙালিদের অন্যতম ঐতিহ্যবাহী একটি উৎসব। ইতোমধ্যে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বসন্তকে বরণ করে নিয়েছেন উৎসবপ্রিয় বাংলাদেশীরা। এখনও বিভিন্ন স্থানে চলছে বসন্তের আয়োজন।

বিগত বছরগুলোর ন্যায় এবারও এ ফাল্গুন মাসকে বরণ করে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। এজন্য ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনজুড়ে নানা কর্মসূচি রেখেছেন সংগঠনের সদস্যরা।

এর মধ্যে আছে র‍্যালি, আলোচনা ও নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনা। এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ক্যাম্পাসকে উৎসবের নানা রঙে সাজিয়ে তুলেছে এ সংগঠনটির সদস্যরা।

আগামীকাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিনল্যান্ডে উদযাপন করা হলো ‘বসন্ত উৎসব’
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে শাবিতে স্বপ্নোত্থানের বসন্ত উৎসব
X
Fresh