• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খালাস চেয়ে তারেক সাঈদের আপিল

অনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০১৭, ১৪:৫৫

খালাস চেয়ে আপিল করলেন নারায়ণগঞ্জের আলোচিত ৭খুন মামলার অন্যতম আসামি র‌্যাব-১১’র বহিষ্কৃত কর্মকর্তা তারেক সাঈদ। জানালেন তার আইনজীবী আহসান উল্লাহ।

এছাড়াও বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পুলিশের এসআই পুর্নেন্দ্র বালা।

সোমবার সন্ধ্যায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আপিল করেন এই দুই আসামি।

৭ খুনের মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে নূর হোসেনই প্রথম সোমবার রায়ের বিরুদ্ধে আপিল করেন।

গেলো ২২ জানুয়ারি ৭ খুন মামলার ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে পৌঁছে। রায়ের কপি, জুডিশিয়াল রেকর্ড ও সিডিসহ বিভিন্ন নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়। পরে শুনানির জন্য ২৯ জানুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh