• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বদলে গেল গুগল ম্যাপস: ১৫ বছরের মাইলফলক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২
বদলে গেল গুগল ম্যাপস: ১৫ বছরের মাইলফলক
ফাইল ছবি

গুগল ম্যাপের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্ত এখন আর অচেনা নেই! ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি এই গুগল ম্যাপস চালু হয়েছিল। যেখানেই যেতে চাই না কেন, ম্যাপে সার্চ করলেই সাথে সাথে বের করে দেবে পথ, কিভাবে যেতে হবে তাও!

নতুন বৈশিষ্ট্য ও ডিজাইনসহ গুগল মানচিত্রের ‘১৫তম’ জন্মদিন উদযাপন করে। এতে গুগল ম্যাপের ইউজার ইন্টারফেস বদলানো হয়েছে। একই সঙ্গে বদলে যাচ্ছে অ্যাপের আইকন। এখন থেকে অ্যাপটির নতুন আইকনে পাঁচটি রঙের পিনের ছবি দেখা যাবে। বর্তমানে গুগল ম্যাপসে থাকা এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোতেও আসছে পরিবর্তন।

নতুনভাবে যুক্ত হচ্ছে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি অ্যাপ। সব মিলিয়ে ট্যাবের সংখ্যা দাঁড়াবে ৫টি। এর সঙ্গে যোগ হবে নতুন কিছু ফিচার। যেমন বাসে বা ট্রেনের তাপমাত্রা কতো তা জানা যাবে। এছাড়াও, গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে অ্যানিমেল গাইড।

ম্যাপেই জানা যাবে যানজটের হালচাল। লাইট মোড ব্যবহার করে কম খরচে ম্যাপ ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ চালাতে পারবেন। যেকোনও জায়গার দূরত্ব মাপতে পারবেন। সেই সঙ্গে আপনি কোথায় আছেন তাও প্রতিমুহূর্তে জানিয়ে দেবে।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
জন্মদিনে ভক্তদের যেভাবে চমক দিলেন আল্লু অর্জুন 
জন্মদিনেই ডুবে মারা গেল মেহেরুন
সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের ৯১তম জন্মদিন আজ
X
Fresh