• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ জ্ঞান হারালেন খালেদার আইনজীবী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৩:৩৫

আদালতে শুনানি চলাকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আবদুস সালাম। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় তিনি অন্য সহযোগী আইনজীবীদের সঙ্গে আদালতে বসে ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ঘটনার সময় আইনজীবী আবদুস সালাম পানি খাচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে গ্লাস পড়ে যায়, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় আদালতের মধ্যেই হৈচৈ শুরু হলে কিছুক্ষণ আদালতের কার্যক্রম বন্ধ থাকে।

এর আগে ১১টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh