• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫৬

নতুন নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়।

ইসি সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ আবেদনটি করেন।

রিট আবেদনে বলা হয়, সার্চ কমিটি গঠন সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

এতে আরো বলা হয়, সংবিধানের সপ্তম ১১৮ (১) অনুচ্ছেদে বলা আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে। নির্বাচন কমিশনের প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন সে বিষয়েও সংবিধানে উল্লেখ আছে।

গেলো ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। এরপর ওই দিন বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh