• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিট খারিজ, মাহবুবে আলমের পদ বৈধ

অনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০১৭, ১২:০৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা নিয়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার এ পদে থাকা বৈধ ঘোষণা করে রায় দেন আদালত।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলের পদের বৈধতা চ্যালেঞ্জ করে গেলো নভেম্বর রিটটি করেন ওই আইনজীবী।

২০ নভেম্বর এ রিট শুনানিতে ব্রিবতবোধ করেছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।

এরপর মামলাটি শুনানির জন্য তৃতীয় এ বেঞ্চে পাঠানো হয়। গেলো ১৬ জানুয়ারি রিটের ওপর শুনানি শেষ হয়।

রিট আবেদনে বলা হয়, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয় ৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে বিতর্ক।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh