• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১৫:২০
US muktijoddha sangsad unit celebrates Bangladesh's Victory Day in New York State
ছবি সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা, সম্মাননা প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড গত ২০ ডিসেম্বর উদযাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন সন্ধ্যা থেকে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. মমতাজ উদ্দিন। পবিত্র গীতা পাঠ করেন রঞ্জন কান্ত রয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়ার পর তাদের সম্মাননা জানান হয়। কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাফ্ফর হোসেনের সৌজন্যে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। গেস্ট অব অনার ছিলেন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-(ব্রঙ্কস) এর অ্যাসেম্বলিওম্যান কারাইনস রেইস। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারী, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মনির হোসাইন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ, যুগ্ম সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী প্রমুখ। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্কস হোম কেয়ার ব্রঙ্কস শাখার ম্যানেজার আলমাস আলী, রাজনীতিক আবদুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, স্টার্লিং ফার্মেসীর কর্ণধার আবদুল ডব্লিউ চৌধুরী ও ডাইরেক্টর মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট কাজী আশরাফ হোসেন নয়ন, ডা. নাহিদ খান, মেরী যোবায়দা, মুজাফ্ফর হোসেন, মো. খবির উদ্দিন ভূইয়া, সালেহ উদ্দিন সাল, ইমরান শাহ রন, এ ইসলাম মামুন, মো. মমিনুল ইসলাম, আফজালুর রহমান সহ কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৪৮ বছরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পায়নি। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নের আহ্বান জানান তারা। নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা সময়ের দাবি। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন ন্যান্সী খান, আনোয়ার হোসেন, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ প্রমুখ। এ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh