• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কেন অবৈধ নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৫:২৪

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন কেন অবৈধ হবে না, তা জানতে রুল দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে দু’ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গেলো বছরের ৪ নভেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। ১২ জানুয়ারি এ নিয়ে কমিটিও গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু কমিটি গঠন ও নির্দেশিকা জারিকে মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের পরিপন্থী বলে রফিকুল আলম, নাজিমউদ্দিন, আজিজুর রহমানসহ ৯ মুক্তিযোদ্ধা রিট করেন।

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh