• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাংসদের নির্দেশেই শিক্ষককে কান ধরে ওঠবস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৪২

সেলিম ওসমানের নির্দেশেই শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কান ধরে ওঠবস করতে বাধ্য হন। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে উপস্থিত জনগণের দাবির মুখে সাংসদ ওই নির্দেশ দেন বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চে এমন প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মোট ৬৫ পৃষ্ঠার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। প্রতিবেদন হাতে পাওয়ার পর হাইকোর্ট বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের চোখে সবাই সমান।আদালত এই ঘটনা নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকার আদালতে
স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তদন্তকালে ২৭ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

গেলো বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ওই প্রতিবেদন উচ্চ আদালতে হফলনামা আকারে দাখিল করেন।

গেলো বছরের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিক নির্যাতন ও স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়।



ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh