• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাসনাত-তাহমিদ ৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৪:০৫

গুলশানে জঙ্গি হামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত ও তাহমিদের ৮ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের পুলি​শ পরিদর্শক হুমায়ুন কবীর আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, ঘটনার দিন এই আসামিরা উপস্থিত ​থেকে জঙ্গিদের সহযোগিতা করেছেন। তাদের মোবাইল থেকে জঙ্গিরা যোগাযোগ করেছিলেন। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আসামির আইনজীবীরা শুনানিতে রিমান্ড আবেদন বাতিল করে তাঁদের জামিনের আরজি জানান। আদালতকে বলেন, তাঁরা এ ঘটনার কিংবা জঙ্গি সংশ্লিষ্টতার সঙ্গে মোটেও জড়িত নন। তাঁরা ৩২ দিন ধরে পুলিশ হেফাজতে ছিলেন।

শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

হলি আর্টিজান রেস্তোরাঁয় গেল ১ জুলাই জঙ্গি হামলা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খান এতে জড়িত বলে অভিযোগ ওঠে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে হাসনাতকে গুলশান ও তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সাংবাদিকদের পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান পুলিশের ‘নলেজে’আছেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh