• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতে রোগীর দেহ থেকে ৭.৪ কেজি ওজনের কিডনি অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ১৮:১৬
ভারত, কিডনি
বিবিসি বাংলা

ভারতে একজন রোগীর দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৭.৪ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছেন দেশটির চিকিৎসকরা। খবর বিবিসি বাংলার।

সাধারণত মানুষের দেহের একটি কিডনির ওজন হয় ১২০ থেকে ১৫০ গ্রাম। মনে করা হচ্ছে, ভারতে এটিই সর্বোচ্চ ওজনের কিডনি। এই রোগী এক ধরনের কিডনি রোগে ভুগছিলেন, যার ফলে তার কিডনিতে সিস্ট তৈরি হচ্ছিল।

এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত সাচিন কাঠুরিয়া নামের এক চিকিৎসক বলেন, রোগীর কিডনিতে সংক্রমণ এবং অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল। এছাড়া কিডনির আকার বড় হওয়ায় তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। অন্যথায় কিডনি অপসারণের প্রয়োজন হতো না।

তিনি বলেন, অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ধারণা করেছিলেন কিডনির আকার কিছুটা বড় হবে। কিন্তু এতো বড় কিডনি তাদের সত্যিই বিস্মিত করেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী সর্বোচ্চ ওজনের কিডনির ওজন ৪.৫ কেজি।

তবে ইউরোলজির বিভিন্ন জার্নালে এর চেয়ে বেশি ওজনের কিডনির রেকর্ড আছে। যুক্তরাষ্ট্রে ৯ কেজি এবং নেদারল্যান্ডসে ৮.৭ কেজি ওজনের কিডনি পাওয়া গেছে বলেও উল্লেখ করেন দিল্লীর শ্রী গঙ্গা রাম হাসপাতালের এই চিকিৎসক।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
গরমে মেঝেতে ঘুমালে স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ে
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
X
Fresh