spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১৮৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

জাবির ছাত্র-ছাত্রীদের আবারও হল ছাড়ার নির্দেশ

জাবি সংবাদদাতা
|  ০৬ নভেম্বর ২০১৯, ১৫:১০ | আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৩
জাবির ছাত্র-ছাত্রীদের আবারও হল ছাড়ার নির্দেশ
জাবির ছাত্র-ছাত্রীদের আবারও হল ছাড়ার নির্দেশ ।। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে আবারও হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওই সময়ের মধ্যে হল খালি না হলে পুলিশের সহায়তা নেয়া হবে।

আজ দুপুর ২টার দিকে হল প্রভোস্ট কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ এই তথ্য জানান।

অধ্যাপক বশির আহমেদ বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকেল সাড়ে ৫টায় মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। দূরের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ছাত্রীদের হল এরই মধ্যে খালি হয়ে গেছে। এখনও হলে অনেকেই ছাত্র অবস্থান করছে। তাদের বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও জানান, হল সংলগ্ন খাবার দোকানগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়