• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টুইটারে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৯, ১৪:০৮
টুইটারে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ

বর্তমান যুগে আমরা সবাই কমবেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর হয়ে পরেছি। সেই নির্ভরতাকে ব্যবহার করেই বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।

রাজনৈতিক দলগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার উদ্যোগ নিচ্ছে ঠিক তখনি টুইটার তাদের সাইটে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

টুইটার কতৃপক্ষ বলছে, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে যেকোন ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও জানায়, অনেক সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রচারের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেক সময় বিরক্ত প্রকাশ করে থাকে। এমন ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমরা হয়তো আমাদের প্রত্যাশিত ব্যবহারকারী হারিয়ে ফেলবো।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ক্লাস পরীক্ষা বয়কটে অচল বুয়েট
---------------------------------------------------------------

টুইটারের সহ প্রতিষ্ঠাতা ডরসি বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমকে রাজনৈতিক প্রচারের প্রধান লক্ষ বস্তু হিসেবে ব্যবহার করলে রাজনীতিতে উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে আসে। এর ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের ফলে অনেক সময় রাজনৈতিক নির্বাচনকে প্রভাবিত করতে পারে।”

উল্লেখ্য ২০১৬ সালের মার্কিন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কিছু উল্লেখযোগ্য বার্তা প্রেরণ করা হয়েছিলো জনসাধারণের উদ্দেশ্যে। পরে এটি নিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুরে অনেক সমালোচনাও হয়েছিলো বটে। একে অনেকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনও বলেছিলো।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?
শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী
বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক
X
Fresh