• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ক্লাস পরীক্ষা বয়কটে অচল বুয়েট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৯, ১৩:২১
বুয়েট
শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বয়কট কর্মসূচিতে অচল বুয়েট ক্যাম্পাস

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বয়কট কর্মসূচিতে অচল বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছেন, আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। এদিকে বুয়েট কর্তৃপক্ষ বলছেন, আগামী মাসে তদন্ত প্রতিবেদন দেয়ার পর জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবেন তারা।

গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

এরপরই এই হত্যার বিচার দাবিসহ ১০ দফা দাবিতে টানা এক সপ্তাহের বেশি সময় আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে ১৫ অক্টোবর মাঠের আন্দোলন থেকে সরে এলেও ক্লাস পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষার্থীরা।

১৯ অক্টোবর বুয়েটে টার্ম পরীক্ষা থাকলেও সেটি বয়কট করেন শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষার্থীরা বলছেন, জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি চালাচ্ছে তারা। এদিকে আবাসিক হলগুলোর পরিবেশ আগের থেকে ভালো হয়েছে, বলছে শিক্ষার্থীরা।

বুয়েট প্রশাসন বলছে, শিক্ষার্থীদের সাথে আলোচনা চালিয়ে যাবেন তারা। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

আরও পড়ুন

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুয়েটের সব পরীক্ষা স্থগিত ঘোষণা
শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিত করল বুয়েট
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি
কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে স্থান পেলো বুয়েট-ঢাবি
X
Fresh