• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশেদ আরমানের সন্ধান চায় পরিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৯, ১২:৫৫
হারিয়ে
হারিয়ে যাওয়া রাশেদ আরমানের (২৫) সন্ধান চায় তাঁর পরিবার

হারিয়ে যাওয়া রাশেদ আরমানের (২৫) সন্ধান চায় তাঁর পরিবার। প্রিয় সন্তান ফিরে আসবে এই প্রতীক্ষায় প্রহর গুনছেন তার বাবা।

রাশেদ আরমানের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কটগজতাল গ্রামে। তার বাবা মানিক সরদার।

তিনি জানান, রাশেদ আরমান পল্লবী থানার সেকশন- এগারো, ব্লক ধ, রোড ২, বাসা-১১৪ ঠিকানায় তার ভাগ্নির বাসায় থাকতেন। স্থানীয় বঙ্গবন্ধু কলেজে পড়াশোনা করতেন। ১৯ অক্টোবর রাতে চা পানের কথা বলে বের হয়ে সে আর ফেরেনি।

এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: রাবি শিক্ষার্থীকে মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ
---------------------------------------------------------------

মানিক সরদার জানান, ছেলে ফিরে আসবে এই আশায় পথ চেয়ে বসে আসেন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পল্লবী থানায় জিডি করেছেন। জিডি নং ২২৪২। তারিখ ২২ অক্টোবর ২০১৯। ‍

রাশেদ আরমান বাড়ি থেকে বের হবার সময় সাদা রঙের চেক লুঙ্গি ছিল। গায়ের রং ফর্সা বর্ণের। মুখমন্ডল গোলাকার। উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চ।

যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭৪৪২৭৯৪৭৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh