logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

মসজিদে হারাম ও নববীতে নতুন খতিব-ইমাম নিয়োগ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ অক্টোবর ২০১৯, ২১:৪৬
মসজিদে হারাম ও নববীতে নতুন খতিব-ইমাম নিয়োগ
পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীতে নতুন খতিব ও ইমাম হিসেবে ছয়জনকে নিয়োগ দেয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়।

শনিবার (১২ অক্টোবর) মসজিদুল হারামাইন বিষয়ক অধিদপ্তরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকেই এই দুই পবিত্র মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দুজনই দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন।

অন্যদিকে মদীনার মসজিদে নববীতে নতুন একজনকে খতিব ও দুইজনকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. আহমদ বিন আলী হুজাইফি ও শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়