• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন কারাগারে বন্দি অভিবাসীদের ডিএনএ সংগ্রহ করবে ট্রাম্প প্রশাসন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ০৬ অক্টোবর ২০১৯, ১৮:৫৮
যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের কারাগারে আটকে থাকা হাজার হাজার অভিবাসী বন্দির ডিএনএ সংগ্রহ করবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। এই রেকর্ড ন্যাশনাল ক্রিমিনাল ডাটাবেসে ঢুকানো হবে অভিবাসীদের ডিএনও সংগ্রহ করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিবাসন আইন আরও জোরদার হবে।

হোমল্যান্ড সিকিউরিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে ৪০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। অভিবাসন আইনজীবীরা উদ্বেগের সঙ্গে বলেছেন যে, এটা করা হলে ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হতে পারে। নতুন নিয়মের ফলে সরকার শিশুদের এবং রাজনৈতিক আশ্রয় পাওয়াদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করতে পারবে।

তারা হুঁশিয়ার করেন যে, যুক্তরাষ্ট্রে কোনও লোক ভুল করে কারাগারে ঢুকলে তারও ডিএনএ সংগ্রহ করা যাবে। অনেক দিন ধরেই অভিবাসীদের তালিকা করার কথা হচ্ছে। এই রেকর্ড সংগ্রহ হলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

কংগ্রেস ২০০৫ সালে একটি আইন পাস করে ডিএনএ সংগ্রহ করার অনুমতি দিয়েছে। নতুন এই নিয়ম চালুর পূর্বে একটি পাইলট প্রকল্প হিসেবে তা চালু করা হয়েছিল। ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলোকে এফবিআই ল্যাবরেটরিতে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করা হবে।

ট্রাম্প প্রশাসন সীমান্ত অতিক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার পর থেকে নতুন এই অভিযান শুরু হয়। ট্রাম্প বৈধ অবৈধ সব ধরনের অভিবাসীদের অপরাধীদের দৃষ্টিতে দেখেন, যদিও বাস্তবতা হচ্ছে অভিবাসীরা খুব কমই অপরাধে জড়ায়।

এদিকে অভিবাসী ও ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনজীবীরা বলেছেন, যেসব জনগোষ্ঠী এমনিতেই বেকায়দায় আছেন, ডিএনএন সংগ্রহ করায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh