• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে আমি মুসলিম হলাম: দক্ষিণ কোরিয়ার গায়ক কিম (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

দক্ষিণ কোরিয়ার গায়ক ও অভিনেতা জায় কিম জানিয়েছেন, তিনি অবশেষে মুসলিম হয়েছেন। তিনি নিজের নাম পালটিয়ে রেখেছেন দাউদ কিম।

তিনি গত ২৫ সেপ্টেম্বর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তার ইসলাম গ্রহণের দৃশ্যটি ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। ভিডিওটি তিনি তার ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেন।

কিম ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, আসসালামুআলাইকুম। আমি ইসলামের প্রতি আগ্রহী হওয়ার পর থেকে আমার জীবনের অনেক কিছু পালটে গেছে।

তিনি লেখেন, প্রকৃতপক্ষে আমি পুরোপুরি প্রস্তুত না কিন্তু ধীরে ধীরে একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা চালিয়ে যাব।

ছবি: দাউদ কিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেয়া

এই দক্ষিণ কোরিয়ান গায়ক লেখেন, যদিও আমি এর আগে অনেক পাপ করেছি, তবুও আমার পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।

তিনি লেখেন, আমি জন্মগতভাবে মুসলিম না কিন্তু জানি যে আল্লাহ সবসময় আমার সঙ্গে আছেন। আমাকে হেদায়েত দিয়ে ইসলাম গ্রহণ করতে সাহায্য করায় আল্লাহকে ধন্যবাদ জানাই আমি।

তিনি আরও লেখেন, আমাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহকে আবারও ধন্যবাদ জানাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

এরপর ২৬ সেপ্টেম্বর কিম তার ইনস্টাগ্রামে একটি মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় তোলা ছবি পোস্ট করে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে লেখেন, ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’।

ছবি: দাউদ কিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেয়া

পরদিন তিনি একই মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh