• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্ত্রীর অনুপস্থিতিতে ছাত্রীকে বাসায় রাতযাপনের প্রস্তাব দেন জাবি শিক্ষক

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬
শিক্ষক, ছাত্রী, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে বিভাগটির স্নাতকোত্তরের এক ছাত্রী। এই ঘটনায় তার শাস্তির দাবি করে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা।

শনিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা শিক্ষক সানোয়ার সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানা যায়, ভুক্তভোগী ছাত্রী হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে সানোয়ার সিরাজ সাংবাদিকদের বলেন, অভিযোগ সত্য হলে আমি শাস্তি পাব। কিন্তু যদি সত্য না হয় তবে আমি নিশ্চয়ই অব্যাহতি পাব। আর নম্বর কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার নম্বর দেখলেই বুঝতে পারবেন আসলে তাকে কম দেওয়া হয়েছে কিনা।