• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিজ্ঞাপনের ৫২ শতাংশ ২০২১ সাল নাগাদ ইন্টারনেটে যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫
ইন্টারনেট, বিজ্ঞাপন
ছবি: জার্মানির ডাটাবেজ কোম্পানি স্ট্যাটিস্টা

বিজ্ঞাপনের ৫২ শতাংশ ২০২১ সাল নাগাদ ইন্টারনেটে দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের জেনিথ মিডিয়া।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় জার্মানির ডাটাবেজ কোম্পানি স্ট্যাটিস্টা।

বিশেষ করে ডেস্কটপ ও মোবাইল ফোনের মাধ্যমের বিশ্বব্যাপী অনলাইন ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় ইন্টারনেটে বিজ্ঞাপনের চাহিদা বেড়েছে।

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন।

এসব অনলাইন মাধ্যম ব্যবহারকারীর কথা বিবেচনায় নিয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়ার দিকে ঝুঁকছে বিজ্ঞাপনদাতারা। এক্ষেত্রে সুযোগ সৃষ্টিতেও সচেষ্ট অনলাইন মাধ্যমগুলো।

এ পর্যন্ত ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের অর্থ ব্যয়ের পরিমাণ প্রত্যাশা অনুসারেই বেড়েছে। জেনিথের অনুমান, এই বছর ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে অর্থ ব্যয়ের পরিমাণ বেড়ে ৪.৭ শতাংশ হবে।

অনলাইন ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে অর্থ ব্যয়ের পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের ভূমিকাও অনস্বীকার্য।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
যে কারণে মেহজাবীন-সিয়ামের পাল্টাপাল্টি পোস্ট
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
X
Fresh