• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জীবনের রঙ মিশেছে যে প্রকৃতিতে (ভিডিও)

খান আলামিন

  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১

চোখ জুড়ানো ইরেই লেক; যার পাশেই গড়ে ওঠেছে চীনের ইউনান প্রদেশের প্রাচীন শহর ‘তালি’। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই লেকের সৌন্দর্য মোহিত করে সবাইকে। লেকের মাঝে ছোট আর মাঝারি দুটি দ্বীপ এর সৌন্দর্যকে বাড়িয়েছে আরও কয়েকগুণ।

জীবনের রঙ মিশেছে প্রকৃতিতে। প্রকৃতি ডাকছে জীবনকে। যেন প্রকৃতিই জীবন। এমন আবহ তৈরি হয় চীনের ইরেই লেকে।

চোখ জুড়ানো ইরেই লেক হাতছানি দিয়ে ডাকছে জীবনকে। যে জীবন সুন্দরের, যে জীবন মুগ্ধতার। চীনের ইউনান প্রদেশের প্রাচীন শহর তালির জীবনও এই ইরেই লেক।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রায় তিনশ কিলোমিটার উত্তর-পশ্চিমে তালি শহরের কোলেই মুগ্ধতা ছড়াচ্ছে এই লেক। উত্তর-দক্ষিণে ৪০ আর পূর্ব-পশ্চিমে আট কিলোমিটার বিস্তৃত এই লেকটির আয়তন আড়াইশ বর্গকিলোমিটার।

স্বচ্ছ পানি আর দুপাশের মেঘাচ্ছন্ন পাহাড় এক অভূতপূর্ব ভালোলাগার আবহ তৈরি করে। জাহাজের বারান্দায় দাঁড়িয়ে এর সৌন্দর্য দেখে মোহিত হন পর্যটকরা।

লেকের মাঝে দ্বীপ সেতো ভাবাই যায় না। ছোট আর মাঝারি দুটি দ্বীপ ইরেই লেকের সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে কাছে টানছে ভ্রমণ পিয়াসীদের। দ্বীপের মাঝে বুদ্ধমন্দির ধর্মীয় ভাবগাম্ভীর্যের নিশান উড়াচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh