• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিউইয়র্কে বঙ্গবন্ধু বইমেলা সফল করতে মতবিনিময়

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬
বঙ্গবন্ধু বইমেলা, যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বঙ্গবন্ধু বইমেলা সফল করতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বিশিষ্ট কবি কামাল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছে মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্র। জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

সংগঠনের আহবায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু বইমেলা নিউইয়র্কের সদস্য সচিব শিবলী ছাদেক শিবলুর পরিচালনায় প্রবাসের স্বনামধন্য কবি ও লেখকদের উপস্থিতিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বইমেলার আহবায়ক লেখক আবু রায়হান। এছাড়া মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব নুরুল আমিন বাবু, উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামান আজাদ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সেক্রেটারি নূর এ এলাহি মিনা, কবি ফকির ইলিয়াছ, লেখক হাসান আল আবদুল্লাহ, কবি শামস আল মোমিন, অভিনেত্রী লুতফুন্নাহার লতা।

কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh