• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মঙ্গলবার জাবি প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাবি সংবাদদাতা

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫

পূর্বঘোষিত তিন দফা দাবি না মানায় আগামীকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭.৩০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই প্রশাসনিক ভবন অবরোধের কথা জানান শিক্ষার্থীরা।

প্রশাসনিক ভবন অবরোধের বিষয়ে আন্দোলনকারী জাবি ছাত্র ইউনিয়ন নেতা রাকিবুল রনি বলেন, প্রশাসন অপরিকল্পিত মাস্টারপ্ল্যান বন্ধ না করে এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে না দেখে স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন।

শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে প্রশাসন স্বেচ্ছাচারী আচরণ করছেন। তাই শিক্ষার্থীদের দাবি আদায়ে আগামীকাল সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশের তিনটি হল স্থানান্তর করে নতুন জায়গায় দ্রুত কাজ শুরু, মেগাপ্রজেক্টের টাকার দূর্নীতির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত ও টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, এবং মেগাপ্রজেক্টের বাকি স্থাপনার কাজ স্থগিত রেখে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস করে কাজ শুরু করতে হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে বেড়াতে যাওয়া চার কিশোরকে আটকে টাকা আদায়ের অভিযোগ 
জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মানববন্ধন
জাবিতে হলের তালা ভেঙে কক্ষ দখলের চেষ্টা, শিক্ষার্থীকে মারধর
জাবিতে নতুন প্রক্টর আলমগীর কবীর
X
Fresh