• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৯, ১৪:৫৩
একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক উপন্যাসিক রিজিয়া রহমান
রিজিয়া রহমান। ছবি- সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত উপন্যাসিক ও কথাসাহিত্যিক রিজিয়া রহমান (৮০) আর নেই। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

রিজিয়া রহমানের একমাত্র ছেলে আবদুর রহমান গণমাধ্যমকে জানান, মা বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। কিডনির সমস্যা ছিল। হার্ট দুর্বল ছিল। এ ছাড়া ক্যানসারে ভুগছিলেন। গত ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ আগস্ট তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রিজিয়া রহমানের জন্ম ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি এপার বাংলায় আসেন। ষাটের দশক থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্যসহ সাহিত্যের নানা শাখায় তার বিচরণ। তবে তিনি মূল পরিচিতি পান ঔপন্যাসিক হিসেবে। ১৯৭৮ সালে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। এছাড়া চলতি বছর একুশে পদক পেয়েছেন তিনি।

রিজিয়া রহমানের পাঠকপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে আছে ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, বং থেকে বাংলা, রক্তের অক্ষর, ধবল জ্যোৎস্না ইত্যাদি।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
মারা গেছেন মিমকে সোনার ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান মারা গেছেন
X
Fresh