• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল ভবনে জাতীয় শোক দিবস পালিত

আব্দুল হামিদ নিউইয়র্ক থেকে

  ১৬ আগস্ট ২০১৯, ০৯:৫১
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনে জাতীয় শোক দিবস

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে সকাল দশটায় জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচী শুরু করেন।

তিনি কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা ও তার পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা জাতির পিতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।