• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ইউসেপ বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৯, ১৬:১১

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউসেপ বাংলাদেশ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ।

ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. ইকবাল হোসেন ও পরিচালক মহুয়া রশিদ। এছাড়াও দুজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক ইউসেপ বাংলাদেশ নিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন ।

উল্লেখ্য, ২০১৯ সালে ইউসেপ বাংলাদেশের বিদ্যালয়গুলোর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাশের হার ৯৮.১৭%, যেখানে জাতীয় পাশের হার ৭২.২৪%। আরও আশার কথা হলো, এখানে মেয়ে শিক্ষার্থীদের পাশের হার ৯৯ ভাগ। প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২১ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৫১ জন এ+ পায়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সেপ্টেম্বরে নিউইয়র্কে হবে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা
---------------------------------------------------------------

অনুষ্ঠানের শুরুতে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনা করেন। শোকের মাস হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা প্রদান শেষে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট বিতরণ করেন।

সবশেষে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh