• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাকৃবিতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

বাকৃবি প্রতিনিধি

  ০৬ আগস্ট ২০১৯, ১০:৩০
ছাত্রলীগ, ব্লিচিং পাউডার, মশা

এডিস মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ছাত্রলীগ।

গতকাল সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ওই অভিযান চালানো হয়।

অভিযানে আগাছা পরিষ্কার, ড্রেনে ব্লিচিং পাউডার প্রয়োগ, মশা নিধনের স্প্রে ছিটানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রায় মহামারি আকার ধারণ করেছে। ময়লা আবর্জনা এবং পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তারের সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয়ে এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
X
Fresh