• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবারও অনেক হজযাত্রী নিম্নমানের অবাসন ও খাবারের অভিযোগ করছেন (ভিডিও)

ইমরুল হাসান

  ২৬ জুলাই ২০১৯, ১৪:০১

পবিত্র হজের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনের জন্য পবিত্র মক্কা শরিফে জড়ো হচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশের ৭৫ হাজারের বেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এদের মধ্যে বার্ধক্যসহ নানা কারণে মারা গেছেন ১৪ জন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা পবিত্র হজব্রত পালনের জন্য ইতিমধ্যেই পবিত্র নগরী মক্কায় আসতে শুরু করেছেন।

তবে বরাবরের মতো এবারও অনেক হজযাত্রী নিম্নমানের অবাসনসহ খাবারের অভিযোগ করেছেন। এছাড়া শর্ত ভেঙে কিছু এজেন্সি পবিত্র কাবা শরীফ থেকে বেশ দূরে আবাসনের ব্যবস্থা করায় ক্ষুদ্ধ হাজীরা। অবশ্য আছে এর উল্টো চিত্রও।

তবে এ বছর বাংলাদেশেই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভোগান্তি কম হয়েছে।

হজমিশন বলছে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ভোগান্তি কম হচ্ছে। তবে কোন এজেন্সির বিরুদ্ধে প্রতারণার বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মক্কা-মদীনায় আবাসনসহ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট, হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব।

আল্লাহর মেহমানদের যথাযথ সেবা দিতে সব পক্ষই যেনো আন্তরিক হয় সে প্রত্যাশা সবার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাবা শরিফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা
মক্কাবাসীদের কাবায় না যাওয়ার আহ্বান সৌদির
কাবা শরীফের ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির
X
Fresh