• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ওয়াশিংটনে প্রবল বৃষ্টিপাতে হোয়াইট হাউজে পানি

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ১০ জুলাই ২০১৯, ০৯:৫৯
হোয়াইট হাউজ
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এসময় হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠে গেছে। এতে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন সাংবাদিকদের ওয়ার্কস্পেস ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন পাতাল রেলপথে পানি জমে ট্রেন চলাচল অচল হয়ে পড়ে।

ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের সামনের সড়ক ডুবে গেছে। এতে আটকা পড়ে অনেক যানবাহন । গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিয়ে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এলাকায় বসবাসরত সাধারণ জনগণকে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

সরকারি বা ঐতিহাসিক দলিল-দস্তাবেজ সংরক্ষণাগার ডি.সি ন্যাশনাল আর্কাইভসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। উল্লেখ্য, এখানে প্রধান সংবিধানসহ বিভিন্ন ঐতিহাসিক দলিল ওই সংরক্ষণাগারে রাখা আছে। তবে এসব ভিজে যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবারের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের বৃষ্টিপাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। এতে করে নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে।

ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সাধারণ জনগণকে উঁচু স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ। জরুরি বিভাগের কর্মীরা পানির মধ্যে গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করেছেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মুক্তি পাওয়ায় নাবিকদের বাড়িতে খুশির বন্যা
X
Fresh