• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ২১:৪২
ফেসবুক ডাউন
ফেসবুক

আবারও ডাউন হয়ে গেল ফেসবুক। এ কারণে বিশ্বজুড়ে গ্রাহকরা ঠিকমতো সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে অনেক গ্রাহক অভিযোগ করেছেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের পাশাপাশি ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে। এমনকি বাংলাদেশেও অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। আর ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন ফেসবুকের অনেক ব্যবহারকারী।

অবশ্য এই পরিস্থিতির কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকনিক্যাল কোনও কারণে এই সমস্যা দেখা দিয়েছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
অবন্তিকার আত্মহত্যা : অভিযুক্ত আম্মান ফেসবুকে যা লিখলেন
জবি শিক্ষার্থীর আত্মহত্যা, সহপাঠীকে গ্রেপ্তারের নির্দেশ
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
X
Fresh