• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুককে জার্মানির জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ২১:০২
ফেসবুক জরিমানা
ফেসবুক

ফেসবুককে দুই মিলিয়ন ইউরো জরিমানা করেছে জার্মান কর্তৃপক্ষ। ইন্টারনেট স্বচ্ছতা বিষয়ে দেশটির আইন ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ কনটেন্ট দেয়ায় এ জরিমানা করা হয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিয়ে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে জার্মানির ফেডারেল অফিস অব জাস্টিস। ওই বিবৃতিতে বলা হয়, ফেসবুক আইন না মেনে চলায় তাদের জরিমানা করা হয়েছে।

অবশ্য ফেসবুক বলছে ভিন্ন কথা। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ বলছে, তারা আইন মেনেই সবকিছু করেছে। জার্মানির আইনে ‘কিছু ধোঁয়াশা’ আছে বলেও মন্তব্য করেছে তারা। এজন্য জরিমানার বিষয়টি নিয়ে ফেসবুক আপিল করবে।

জার্মানির ‘নেটওয়ার্ক ইনফোর্সমেন্ট অ্যাক্ট’ অনুযায়ী, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে প্রতি ছয় মাস পরপর অবৈধ কনটেন্ট ঠেকাতে তাদের কার্যকলাপের প্রতিবেদন প্রকাশ করতে হবে।

জার্মান কর্তৃপক্ষ বলছে, ফেসবুক যে প্রতিবেদন প্রকাশ করে তা অসম্পূর্ণ। এতে অবৈধ কনটেন্টের অভিযোগগুলো নিয়ে ফেসবুক কিভাবে কাজ করে তার বিস্তারিত বিবরণ থাকে না। এছাড়া অভিযোগের পর তার জবাবে সঠিক তথ্য দেয় না ফেসবুক কর্তৃপক্ষ।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
X
Fresh