• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকদের কনটেন্টে লাভবান গুগল, ক্ষতিগ্রস্ত গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৯, ২০:৫৭
২০১৮ সালে সংবাদ শিল্প থেকে ৪৭০ কোটি ডলার আয় করেছে গুগল

দেশের গণমাধ্যমে ব্যবসা নেই এটা কারও অজানা নয়। এ কারণে মালিকপক্ষ তাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। অথচ এর ঠিক উল্টো অবস্থায় আছে গুগল।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, গুগল ২০১৮ সালে সংবাদ শিল্প থেকে ৪৭০ কোটি ডলার আয় করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৬১১ কোটি টাকা। ওয়াশিংটন ডিসির গণমাধ্যমভিত্তিক অলাভজনক মৈত্রী সংগঠন ‘নিউজ মিডিয়া অ্যালায়েন্স’ চলতি মাসের শুরুর দিকে এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ শিল্প থেকে গুগল গত বছর যে অর্থ আয় করেছে তা সবশেষ দুটি অ্যাভেঞ্জার্স সিনেমার বিক্রি হওয়া টিকিটের দামের চেয়েও বেশি। এমনকি বিশ্বের কোনও পেশাদার ক্রীড়া প্রতিষ্ঠানের চেয়েও বেশি আয় করেছে গুগল।

বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠানের আয় সম্পর্কে নিউজ মিডিয়া অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ডেভিড চাভেরন বলেন, গুগলের ৪৭০ কোটি ডলারের আয়ের মধ্য থেকে সাংবাদিকরা একটি অংশ পাওয়ার দাবিদার। কারণ, গুগল যে কনটেন্ট ব্যবহার করে আয় করেছে সেগুলো সাংবাদিকদেরই তৈরি।

অবশ্য নিউজ মিডিয়া অ্যালায়েন্স গুগলের আয়ের যে হিসাব প্রকাশ করেছে তা সঠিক নয় বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ সম্পর্কে টুইটারে বেশ কয়েকটি পোস্টও করে তারা। একটি পোস্টে তারা জানায়, সারা বিশ্বের প্রকাশকরা যেন আয় করতে পারেন সেজন্য সব স্তরেই কঠোর পরিশ্রম করছি আমরা।

ডি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
আতিফের সঙ্গে যে কথা হলো সাদিয়া আয়মানের
X
Fresh